
এআর হানিফঃ
বরগুনা জেলার বেতাগী থানাধীন বিবিচিনি ইউনিয়নের দেশন্ডার কাঠি গ্রামের দরিরচর বাজারের মৃতঃ ইসমাইল মৃধার পুত্র ইমদাদুল মৃধার ঘরে গত ২৬ ডিসেম্বর রোজ শুক্রবার গভীর রাতে একদল ডাকাত ইমদাদুল এর ঘরে প্রবেশ করেন এবং পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং মারধর করে ঘরে থাকা স্বর্ন অলংকার ও টাকা-পয়সা ডাকাতরা নিয়ে যায়। উক্ত বিষয়ে বেতাগী থানায় ডাকাতী মামলা হলেও এখন পর্যন্ত কোন ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করেনি পুলিশ। স্থানীয়রা সংবাদ কর্মীদের জানায়, এই ডাকাতীর সাথে এলাকার কিছু গাজা সেবনকারী ও ইয়াবা সেবনকারী চক্র রয়েছে, এই চক্রের সদস্যরা ডাকাতীর সাথে জড়িত থাকতে পারেন। এমনকি ঘরের রং মিস্ত্রিও আছে সন্দেহের তালিকায়। ভুক্তভোগীর সাথে কথা বলে জানা গেছে তারা ডাকাত দলের সদস্যদের চিনেছেন কিন্তু নাম প্রকাশ করতে পারছেনা। কারণ ডাকাতীর সময় মাথায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতরা বলেছেন কাউকে কোন কিছু বল্লে ভবিষ্যতে পরিবারের সকলকে হত্যা করে ফেলবে এমনই হুমকি দেয় ডাকাতরা তাই ভয়ে মুখ খুলছে না ঐ পরিবারের সদস্যরা। স্থানীয়রা জানায় একমাত্র আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরাই এক মাত্র ভরসা ডাকাতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া। তারা আরও বলেন এই ডাকাতদের চিহ্নিত করে গ্রেফতার না করা হলে এলাকায় প্রতিনিয়তই ডাকাতির ঘটনা ঘটার আশংক্ষা রয়েছে।