বিশেষ প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সকল ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত।
পরিদর্শনকালে তিনি ভোট কেন্দ্রগুলোর সার্বিক অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির বিষয়গুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ভোটারদের জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শন শেষে জামপুর ইউনিয়ন যুবদল নেতা মোঃ কামরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সদ্য যোগদানকারী ইউএনও আসিফ আল জিনাত দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে চলেছন।