বিশেষ প্রতিনিধি :ফারুক দেওয়ান
গত ০২/ডিসেম্বর২০২৫ইং রাজধানীর পল্টন থানার বিজয়নগর ব্যবসায়ী আইয়ুব খানের জোরপূর্বক দোকান দখলের অভিযোগ উঠেছে আবুল কাশেম, আবুল হাশেম ও মোঃ হযরত সর্ব পিতা মৃত আলী মিয়াসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. আইয়ুব খান গণমাধ্যমের নিকট সংবাদ প্রকাশে অভিযোগ করে বলেন, হোল্ডিং নং ,২০/২ পুরানা পলট লাইন, ঢাকস্থ বিক্রমপুর ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ৮ শতাংশ জমি সরকারি বরাদ্দকৃত ১৭/১৮ কি দোকান সমিতির পক্ষে দেখাশোনা করিয়া আসিতেছল, অভিযুক্তরা বিভিন্ন সময়ে ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি প্রদান করিয়া গত ৫-১১-২০২৫ইং এলাকার প্রভাবশালী একটি গ্রুপ সঙ্গে নিয়ে দোকানে এসে তাকে জোর করে বের করে দেয় এবং দোকানের দোকানগুলো নিজেদের কাছে নিয়ে নেয়। তিনি বলেন, উক্ত স্থানের জায়গা মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দোকানের সাইনবোর্ড খুলিয়া ফেলে এবং তা নিজেদের দখলেই নিয়ে নেয়।
আইয়ুব খান জানান, তিনি প্রায়২০ বছর ধরে বৈধভাবে দোকানগুলো শুনা ও নিজের দুটি দোকানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। হঠাৎ করেই সন্ত্রাসী ও দখলবাজ আবুল হাসান আবুল কাশেম ও হযরত এরা তিনজনে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে সাথে নিয়ে দোকানের মালিকানা দাবী, এবং আমাকে দোকান ছাড়তে বলে। দোকান ছাড়তে নারাজি ও আপত্তি জানালে আমাকে হুমকি দিয়ে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে তালা মেরে দেয়।
এ বিষয়ে পল্টন থানায় সন্ত্রাসী ও দখলবাজের বিরুদ্ধে জিডি নং ১৯৮৮ তারিখ ২৪-১১-২০২৫ ইং এর মাধ্যমে থানাকে অবহিত করা হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি এবং পুলিশি ভূমিকা নিষ্ক্রিয় বলে দাবি করেন তিনি। আইয়ুব খান বলেন,
“পল্টন থানায় আমি ২/১২/২০২৫ইং গিয়ে অফিসার ইনচার্জ নাসিরুলকে জানানো হলে তিনি কোর্টে মামলা করতে বলেন। তবে এর আগে জিডির তদন্ত অফিসারকেৎ বারবার মুঠোফোনে ফোন দিলেও তার কোন । আমি আইনি সহায়তা চাইলে কেউই গুরুত্ব দেয়নি।