কামরুল হাসান পলাশ স্টাফ রিপোর্টার
রাজধানীর ডেমরায় বাদশা মিয়া রোডের বসতবাড়ি থেকে সেনাবাহিনী অভিযানে দেশীয় অস্ত্র মাদক সহ কিশোর গ্যাং এর ১০ জন সদস্যকে আটক করা হয়।
অভিযান পরিচালনার সময় সেনাবাহিনী প্রথমে ড্রোন উড়িয়ে কিশোর গ্যাং এর অবস্থার সনাক্ত করে। জায়গাটি প্রতিকূল হওয়ায় সেনাবাহিনী প্রথমে তাদের সিভিল টীম প্রেরণ করে। তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর সেনাবাহিনী তাদের ঘিরে ফেলে। এবং একটি সফল অভিযানের মাধ্যমে তাদের আটক করতে সক্ষম হয়।তাদের কাছে দেশীয় অস্ত্র, গাজা,ইয়াবা,ছিনতাই হওয়া মোবাইল, নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এলাকার সাধারন মানুষ সাংবাদিকদের জানায় এই কিশোর গ্যাংটি দীর্ঘদিন যাবত এলাকায় ছিনতাই, ডাকাতি, এবং সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত। সেনাবাহিনী হাতে আটক হওয়ায় তারা সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে সেনাবাহিনীর ১৫ পদাতিক ডিভিশনের ডেমরা জোনের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সাংবাদিকদের বলেন আমরা দীর্ঘদিন যাবত এই কিশোর গ্যাং এর কার্যক্রমের উপর নজর রাখছিলাম। তারা ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোডের বিভিন্ন জায়গায় ছিনতাই, ডাকাতি, মাদক বিক্রি সহ সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করত। আমরা তাদের ধরার জন্য প্রথমে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। তারপর আজকে একটি সফল অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করতে সক্ষম হই। ভবিষ্যতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবং বাংলাদেশ সেনাবাহিনী মাঠে যতক্ষণ থাকবে যত বড় প্রভাবশালী হোক কাউকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।