
মোঃ ইব্রাহিম. সোনারগাঁও
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা রহমানের বদলি জনিত বিদায় উপলক্ষে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সোনারগাঁ ও কাঁচপুর সার্কেলের যৌথ উদ্যোগে উপজেলা ভূমি কার্যালয়ের সম্মেলন কক্ষে উষ্ণ পরিবেশে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
সম্মেলন কক্ষজুড়ে আবেগঘন পরিবেশ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ফাইরুজ তাসনিম, কানুনগো জাহাঙ্গীর আলম, সার্ভেয়ার কাউসার আহমেদ, বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার ও মাঠপর্যায়ের কর্মচারীরা।
সংবর্ধনা উপলক্ষে সম্মেলন কক্ষ সজ্জিত করা হয় ফুল, ব্যানার এবং ইউএনওর কর্মকালে উল্লেখযোগ্য অবদানের ছবি সম্বলিত ফেস্টুনে।
বক্তারা তুলে ধরেন ইউএনওর কর্মদক্ষতা ও মানবিক ভূমিকা
অনুষ্ঠানে বক্তারা বলেন, সোনারগাঁয়ে যোগদানের পর থেকেই ফারজানা রহমান প্রশাসনিক সেবার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। ভূমি সেবা সপ্তাহ, ই-নামজারি কার্যক্রম, ভুমি বিরোধ নিষ্পত্তি, মাঠ প্রশাসনের সমন্বয়—সবক্ষেত্রেই তিনি গতিশীল নেতৃত্ব প্রদর্শন করেছেন।
তৌফিকুর রহমান তার বক্তব্যে বলেন,
“ইউএনও ফারজানা রহমান সর্বদা ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করেছেন। মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহিত করেছেন, এবং সোনারগাঁয়ের মানুষ যেন দ্রুত ও সহজে সেবা পায় সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।”
অন্যান্য বক্তারাও তার সততা, নীতিনিষ্ঠা, সহমর্মিতা ও উন্নয়নকাজে আন্তরিক ভূমিকাকে স্মরণ করেন।
ইউএনওর আবেগঘন বক্তব্য
সংবর্ধনার শেষে ইউএনও ফারজানা রহমান বলেন,
“সোনারগাঁ আমার কাছে শুধু একটি কর্মস্থল নয়—একটি পরিবারের মতো। এখানে মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমাকে খুব কাছে টেনেছে। ভূমি অফিসের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী আমার কাজকে সহজ করেছে। আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।”
তিনি সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এবং দায়িত্ব পালনের স্মৃতিগুলোকে ব্যক্তিজীবনের অমূল্য সম্পদ বলে উল্লেখ করেন।
দায়িত্বকালীন উল্লেখযোগ্য কর্মকাণ্ড
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর সোনারগাঁয়ে যোগদানের পর থেকে তিনি—
ভূমি সেবা ডিজিটালাইজেশনে গতি আনেন
জরুরি সেবা সংক্রান্ত বিভিন্ন অভিযান পরিচালনা করেন
অবৈধ দখলমুক্ত অভিযান তদারকি করেন
সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেন
উপজেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় সমন্বয় করেন
শেষে স্মারক ও শুভেচ্ছা বিনিময়
অনুষ্ঠানের শেষে ভূমি অফিসের পক্ষ থেকে ইউএনও ফারজানা রহমানকে স্মারক, ফুল ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। কর্মকর্তা-কর্মচারীরা তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।