কামরুল হাসান পলাশ স্টাফ রিপোর্ট
রাজধানীর যাত্রাবাড়ী থানার ৬৫ নং ওয়ার্ডের ঢাকা ৫ আসনের বিএনপি'র প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবীর সমর্থনে নির্বাচনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানার বিএনপির আহবায়ক জামশেদুল ইসলাম শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির এক নং যুগ্ন আহবায়ক সদস্য সচিব পদমর্যাদার সোহেল আহমদ খান। যাত্রাবাড়ি থানা বিএনপির নেতা সালাউদ্দিন সুমন, আরো উপস্থিত ছিলেন বিএনপি ৬৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান,সিনিয়র সহ-সভাপতি সাঈদ খান সেন্টু, ১ নং যুগ্ন আহবায়ক শফিক আহমেদ খান।যাত্রাবাড়ী থানার স্বেচ্ছাসেবক দলের নেতা জাকিরুল ইসলাম জনি।
বিশেষ অতিথির বক্তব্যে যাত্রাবাড়ী থানার বিএনপির এক নং যুগ্ন আহবায়ক সদস্য সচিব মর্যাদার সোহেল আহমদ খান বলেন আপনারা সবাই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নবী উল্লাহ নবীর পক্ষে ভোট প্রার্থনা করবেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জামশেদুল ইসলাম শ্যামল বলেন ঢাকা ৫ আসানের বিএনপি'র প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী ভাইয়ের জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
উঠান বৈঠক শেষে একটি মিছিল ৬৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এবং ভোটারদের কাছে বিএনপি'র প্রার্থীর লিফলেট বিতরণ করা হয়।