বিশেষ প্রতিনিধ :মোঃ ফারুক দেওয়ান।
ঝিনাইদাহ সদর থানায় বিগত ২০২৪ সালের ৭ ই জানুয়ারীতে ভোটের পর ৯ জানুয়ারি শেখ পাড়ার মোড়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে নৌকা সমর্থক এবং ঈগল সমর্থকরা ভোটে জের ধরে আওয়ামী লীগ কর্মী বরুন ঘোষকে হত্যা করে। পরবর্তীতে বরুণ ঘোষের স্ত্রী ও এবং অরুণ ঘোষ ঝিনাইদাহ সদর থানায় নৌকার প্রার্থী সমী সিদ্দিকের কথায় ঝিনাইদা থানা একটি মামলা দায়ের করেন। ১.কার্তিক ঘোষ ২.কল্লোল ঘোষ ৩.তন্ময় ঘোষ ৪.মুক্ত ৫.নয়ন হোসেন ৬.ফজলে হাসান সবুজ ৭.রাশেদুল ইসলাম রাশেদ ৮.রাজন ৯.মতি সহ অজ্ঞাতনামা ৯/১০ জন নামে মামলা করেন। পরবর্তীতে আওয়ামী প্রশাসন আবিদ হাসান সার্কেল এসপি ও এসআই ফরিদ, শারীরিক ও মানসিক নির্যাতন করে পরিবারের সদস্যদের থানায় ধরে এনে নির্যাতন করে বাসায় বাড়ি ভাঙচুর করে জোরপূর্বক স্বীকারোক্তি করিয়ে নেয়, অবৈধ চার্জশিট গঠন করে ১. কার্তিক ২.কল্লোল,৩.তন্ময় (সদস্য সচিব পৌর ছাত্রদল) সহ ৪.শরিফুল ইসলাম (সাধারণ সম্পাদক ৩নং ওয়ার্ড যুবদল) ৫.শরিফ হুসাইন (ছাত্রদলের কর্মী)৬.তন্ময় হোসেন(ছাএদল কর্মী) ৭.রিয়াজ হোসেন(ছাত্রদল কর্মী) ৮.নুরুল ইসলাম(ছাএদল কর্মী) ৯.সোহান হোসেন(ছাএদল কর্মী)১০.মাহামুদুর রহমান মিলু(সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড ছাত্রদল) ১১.স্বাধীন হোসেন(ছাএদল কর্মী)১২.সোহেল রানা বাবু (সহ -সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রদল) বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দেওয়া মিথ্যা মামলায় ১।তন্ময় ঘোষ ২।কার্তিক ঘোষ ৩।তন্ময় হোসেন কারাগারে মানবতার জীবনযাপন করিতেছে।অসহায় পরিবার আজ মিথ্যা মামলা থেকে পরিত্রাণ চায়। প্রশাসনে মহোদয়ের কাছে একটাই দাবি এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে একটি সুন্দর জীবন গড়ার প্রার্থনা করি।