কামরুল হাসান পলাশ স্টাফ রিপোর্টার
রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল বানিয়ারবাগ গ্যাস রোডে এলাকা বাসীর চলাচলের সিটি কর্পোরেশনের রাস্তায় অবৈধ স্থাপনা তৈরি করায় প্রচন্ড দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
সরজমিনের তথ্য অনুসন্ধানে জানা যায় মাতুয়াইলি বানিয়ারবাগ গ্যাস রোড এলাকার আশেপাশে অনেকগুলো প্রিন্টিং প্রেস সহ বিভিন্ন শিল্পকারখানা রয়েছে। শিল্প কারখানাগুলোর মালামাল পরিবহনে বিভিন্ন প্রয়োজনে বড় বড় কভার ভ্যান সহ ট্রাক এই গ্যাস রোড হয়ে চলাচল করে। রোডের প্রবেশ মুখে মৃত হাফেজ নাসির উদ্দিন এর ছেলে মোঃ মিজান লোহার সিঁড়ি দিয়ে সিটি কর্পোরেশনের রাস্তাতে স্থাপনা তৈরি করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন। ফলে এই রাস্তায় সাধারণ মানুষসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী শিল্প কলকারখানার ট্রাক সহ অন্যান্য যানবাহনকে দীর্ঘক্ষণ যানজটে আটকা থাকতে হয়।
এ বিষয়ে এলাকার সাধারণ জনগণ সাংবাদিকদের বলেন মোঃ মিজান সাহেব কিভাবে সিটি কর্পোরেশনের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ করে রেখেছেন তা আমাদের বোধগম্য নয়। তারা সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রশাসকের কাছে অবিলম্বে মানুষের চলাচলকারী রাস্তার উপর স্থাপনাটি ভেঙে সরকারি রাস্তাটি উদ্ধার করার জন্য আবেদন জানান।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের জানান এলাকাবাসীর অভিযোগ পেলে অবৈধ স্থাপনা সরিয়ে রাস্তাটি উদ্ধারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।