কামরুল হাসান পলাশ স্টাফ রিপোর্টার
যাত্রাবাড়ীর মৃধা বাড়িতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসনের বিএনপি'র ঘোষিত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল ইসলাম শ্যামল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবগঠিত বিএনপি র যাত্রাবাড়ী থানার ১ নং যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব পদমর্যাদার সোহেল আহমদ খান।
প্রধান অতিথি আলহাজ্ব নবী উল্লাহ নবী তার বক্তব্যে বলেন আমি আপনাদের এই এলাকার সন্তান আমি জানি আপনাদের এলাকায় কোথায় কোন সমস্যা রয়েছে আমি নির্বাচিত হতে পারলে সকল সমস্যার সমাধানে চেষ্টা করব ইনশাল্লাহ। তিনি জামাতে ইসলামের সমালোচনা করে বলেন তারা নির্বাচনের নামে জান্নাতের টিকিট বিক্রি করে তিনি এই ধর্ম ব্যবসায়ী দলের ব্যাপারে সকলকে সজাগ থাকতে অনুরোধ করেন। তিনি বিএনপি'র নেতাকর্মীদের ঢাকা ৫ আসনের প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনের প্রচারণা চালাতে নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠান শেষে একটি নির্বাচনী শোভাযাত্রা ৬৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। বিএনপি নেতাকর্মীরা আলহাজ্ব নবী উল্লা নবী ও ধানের শীষের স্লোগানে এলাকা মুখরিত করেন।