নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁও , কাচঁপুর সার্কেলের সহকারি কমিশনার ভূমি ফাইরুজ তাসনিম দালালমুক্ত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। ভূমি সেবা খাতে দীর্ঘদিনের এক বড় সমস্যা হলো দালালদের নিয়ন্ত্রণ ও অবৈধ দখলদারি। এ সমস্যার বিরুদ্ধে কাচঁপুর সার্কেল থেকে একটি শক্তিশালী বার্তা এসেছে—দালালদের মাধ্যমে ভূমি সেবা প্রদান চলবে না। কাচঁপুর সার্কেল থেকে সব দালাল বের করে দেওয়া হয়েছে।
ফাইরুজ তাসনিম জানান, ভূমি সেবায় দালালদের উপস্থিতি সাধারণ মানুষকে অতিরিক্ত খরচ, সময় নষ্ট এবং নানা জটিলতায় ফেলে। এই অবস্থা দূরীকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেবা প্রক্রিয়ার সরলীকরণ অপরিহার্য। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো ভূমি সেবা পুরোপুরি দালালমুক্ত করা এবং জনগণের কাছে সহজলভ্য করা। সবাই যেন সরকারি অফিস থেকে সরাসরি সেবা নিতে পারে।”
এ লক্ষ্যে, কাচঁপুর সার্কেলে ইতোমধ্যে বিভিন্ন ডিজিটাল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভূমি নথি ও রেকর্ড অনলাইনে প্রদানের ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে যাতে গ্রাহকরা অফিসে আসার আগেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন। পাশাপাশি, সার্কেলের সকল অফিসে ইলেকট্রনিক সেবা কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে সরকারি কর্মীরা সরাসরি সেবা প্রদান করেন এবং দালালদের সুযোগই থাকে না।
ফাইরুজ তাসনিমের উদ্যোগে প্রতি মাসে ‘জনগণের জন্য সেবা সপ্তাহ’ পরিচালিত হচ্ছে, যেখানে স্থানীয় বাসিন্দারা সরাসরি সহকারি কমিশনারের সঙ্গে তাদের সমস্যা ও অভিযোগ তুলে ধরতে পারেন। এতে ভূমি সংক্রান্ত নানা সমস্যা দ্রুত সমাধান হচ্ছে এবং জনগণের আস্থা বাড়ছে।
স্থানীয়দের ধারণা, এই পদক্ষেপ কাচঁপুর সার্কেলের ভূমি সেবাকে যুগান্তকারী পরিবর্তনের দিকে নিয়ে যাবে। এক কৃষক বলেন, “আগে দালালদের হাত ধরেই জমি সংক্রান্ত ঝামেলা পেতাম, এখন অফিস থেকে সরাসরি সেবা পেয়ে অনেক সহজ হয়ে গেছে।”
ফাইরুজ তাসনিম আশা প্রকাশ করেছেন, এই দালালমুক্ত ও স্বচ্ছ ভূমি সেবা প্রদান কার্যক্রম কাচঁপুর সার্কেল থেকে সারাদেশে ছড়িয়ে পড়বে এবং ভূমি অধিদফতরের সেবা আরও উন্নত হবে।