নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তারিখ ২৭/১০/২০২৫ ইং সকাল ১০টায় মিরেরটেক এশিয়ান হাইওয়ে সড়কের পাশে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসা, গরু চুরি, ছিনতাই, ডাকাতি ও ভূমি দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় গত ২৩/১০/২০২৫ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১১ টায় মিরারটেক থেকে সাদিপুর পর্যন্ত রাস্তার প্রশস্ত কাজের কাজ করাতে গেলে ঠিকাদার কামরুলের কাছ থেকে গোলজার গং চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করিলে গুলজার বাহিনী সাথে থাকা লোকের ঠিকাদার কামরুলের ও তার সাথে থাকা লোকদের উপর অতর্কিত হামলা চালায় এতে কামরুল সহ তারা লোকেরা গুরুতর আহত হয়। এই চক্রের মূল হোতা হিসেবে তারা ইয়াবা ও ফেন্সি ডিলার গুলজার, গরু চোর বাবু, ফেন্সি ব্যবসায়ী আওলাদ ও আলামিন, ডাকাত ও ছিনতাইকারী সোহাগ এবং ভূমি সন্ত্রাসী জহুরুলের নাম উল্লেখ করেন।
এলাকাবাসীর অভিযোগ, উল্লিখিত ব্যক্তিরা বিভিন্ন সময় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে এবং না দিলে ভয়ভীতি ও হামলার হুমকি দেয়। তারা দাবি করেন, প্রশাসনকে একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে এ চক্রের সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় এলাকাবাসীসহ স্থানীয় সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলন।