নিজস্ব প্রতিনিধি :মোঃ ফারুক দেওয়ান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রস্তাবিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচিকে জনমানুষের কাছে পৌঁছে দিতে সারাদেশে চলছে ব্যাপক প্রচারাভিযান। এরই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ সদর থানাধীন আধারা ইউনিয়নে অনুষ্ঠিত হয় লিফলেট বিতরণ কর্মসূচি।
বিএনপি মনোনীত প্রার্থী, মুন্সিগঞ্জ সদর-গজারিয়া-৩ আসনের জনপ্রিয় জননেতা আলহাজ্ব মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আধারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীরা লিফলেট বিতরণে অংশ নেন।
লিফলেট বিতরণ কর্মসূচিকে ঘিরে পুরো এলাকায় ছিলো আনন্দঘন পরিবেশ। বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে নতুন উদ্যম ও উচ্ছ্বাস। তারা জনগণের হাতে তুলে দেন বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাবনাসহ দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আধারা ইউনিয়নের প্রাণপ্রিয় নেতা, গরিবের বন্ধু ও জনদরদী সমাজসেবক জনাব আইয়ুব খান, যিনি বর্তমানে মুন্সিগঞ্জ সদর থানা বিএনপির অন্যতম সদস্য। তিনি বলেন,
“বিএনপি শুধু ক্ষমতায় আসার রাজনীতি করে না, জনগণের প্রকৃত মুক্তির রাজনীতি করে। ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা।”
স্থানীয় নেতৃবৃন্দের দাবি, এ ধরনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমের মাধ্যমে বিএনপির সংস্কার পরিকল্পনা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং এতে জনগণের মধ্যে নতুন করে আশার সঞ্চার হচ্ছে। আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর থানাধীন আধারা ইউনিয়নের বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।