২৩০ গ্রাম গাঁজা জব্দ ও জনসম্মুখে ধ্বংস
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপড়দী ও চৈতী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিচালিত মোবাইল কোর্টে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত ওই মোবাইল কোর্টে চারটি পৃথক মামলায় আসামিদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
অভিযানকালে ২৩০ গ্রাম পুরিয়া আকারে গাঁজা জব্দ করা হয়, যা পরে জনসম্মুখে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফাইরুজ তাসনিম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কাচঁপুর সার্কেল। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন,
মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে সমাজে শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা হবে।