আজাদ হোসেন :
রাজধানীর ডেমরায় ৬৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনি ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসনের সম্ভাব্য বিএনপির প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আবুল হাসেম,ডেমরা থানা বিএনপির সভাপতি প্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম,যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি প্রার্থী জামশেদুল ইসলাম শ্যামল, ডেমরা থানা বিএনপির সেক্রেটারি প্রার্থী মোঃ আনিসুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফেরদৌস আহমেদ রনি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬৯ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, সঞ্চালনায় ছিলেন ৬৯ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই।উক্ত অনুষ্ঠানে ৬৯নং ওয়ার্ডের বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশ স্থলে হাজির হয়।তারা ধানের শীষের স্লোগানে স্লোগানে অনুষ্ঠান স্থল মুখরিত করে রাখে।
আলহাজ্ব নবী উল্লাহ নবী তার বক্তব্যে বলেন বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমি নির্বাচনী প্রচারণা চালাচ্ছি, আপনারা কারো কথাই বিভ্রান্ত হবেন না, আমি যদি এই এলাকার এমপি নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের এই উন্নয়ন বঞ্চিত এলাকায় সকল সমস্যার সমাধান করে দিবে ইনশাল্লাহ। আমি এই এলাকার সন্তান আমি সব সময় আপনাদের পাশে থাকব।আন্দোলন সংগ্রামে বিপদে-আপদে সবসময় আমি আপনাদের পাশে ছিলাম এবং শেষ পর্যন্ত পাশে থাকব।