নিজস্ব প্রতিবেদক
হারাইহাজার সাতগ্রাম, জেলার নারায়ণগঞ্জ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
"নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতগ্রাম ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে ব্যাপক সচেতনতামূলক ও প্রশাসনিক কার্যক্রম। লক্ষ্য একটাই—নাগরিকদের নির্ভুল তথ্যভিত্তিক জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা এবং সরকারের তথ্যভান্ডারকে আরও সঠিক ও আধুনিক করে তোলা।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব এমারত হোসেন বলেন,
বাস্তবায়িত কার্যক্রমসমূহ:
ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক ও সচেতনতামূলক সভা।
বিদ্যালয়, মসজিদ ও বাজারে মাইকিংয়ের মাধ্যমে তথ্য প্রচার।
গ্রাম পুলিশ ও ইউনিয়ন স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ ও নিবন্ধনে সহায়তা।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারে নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্নের জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ।
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে নিবন্ধন সহায়তা।
নাগরিকদের সচেতনতায় গুরুত্ব:
সাধারণ জনগণের মধ্যে নিবন্ধনের গুরুত্ব তুলে ধরতে ইউনিয়ন পরিষদ থেকে লিফলেট বিতরণ, দেয়াল লিখন এবং সামাজিক মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। বিশেষ করে নবজাতক শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হচ্ছে।
সাতগ্রাম ইউনিয়ন পরিষদের এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর তথ্যভাণ্ডারকে আরও নির্ভুল, আধুনিক ও ডিজিটাল করে তুলবে বলে আশা করা যাচ্ছে।
সাতগ্রাম ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকেও অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধনের সুবিধা গ্রহণ করা যাচ্ছে।