
বিশেষ প্রতিনিধি : মোঃ ইব্রাহিম
আজ ১১অক্টোবর ২০২৫ ইং রোজ শনিবার বিকাল ৩ টায় সোনারগাঁও সাদিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বেলপাড়া গ্রামের অলিপুরা ব্রিজের সাথে 707 ইট ভাটার মালিক ভূমি দস্যু গিয়াসুদ্দিন বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী শত শত নারি পুরুষ মানববন্ধন করেছেন।
এসময় অভিযুক্ত ভূমিদস্য গিয়াস উদ্দিনের বিচারের দাবি করা হয়।
ভুক্তভোগী জমির মালিক আব্দুল আজিজ জানান জমি আমার পৈত্রিক সম্পত্তি সেই জমি কিনার কথা বলে আমাদেরকে ডেকে নিয়ে যায় তার অফিসে দলিলপত্র দেখে কথাবার্তা বলে। তাদেরকে কোন টাকা পয়সা না দিয়ে জোরপূর্বভাবে তাদের জমি সহ বাউন্ডারি তৈরি করে।এ ব্যাপারে ভুক্তভোগী এলাকায় গ্রাম্য সালিশি বসায় কিন্তু গ্রাম্য শালী শীকে ভূমি দস্যু গিয়াস উদ্দিন কোন পাত্তা দেয় নাই। পরবর্তীতে জমির মালিকগণ নারায়ণগঞ্জ জজ কোর্টে দেওয়ানী মামলা করেন । তার বিরুদ্ধে মামলা দেওয়ার কারণে পরবর্তীতে ভূমি দস্যু গিয়াস উদ্দিন জমির মালিকসহ সালিশি বিচারকদের বিরুদ্ধে নারায়গঞ্জ ম্যাজিস্ট্রেট কোটে একটি চাঁদাবাজি অভিযোগ এনে ১২/১৩জনের নামে ৭০লক্ষ টাকার চাঁদাবাজির পিটিশন মামলা করে বসে সেই ভূমি দস্যু গিয়াস উদ্দিন। এই গিয়াস উদ্দিন মানুষের জমি জোরপূর্বক দখল করে মাটি কেটে নিয়ে যায়।এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি ভূমিধস্যু গিয়াস উদ্দিনের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর এই মিথ্যা মামলার তদন্ত প্রতিবেদন যেন যাচাই বাছাই করে দেওয়া হয় প্রশাসনের কাছে আহ্বান জানান। আরেক ভুক্তভোগী মোসাঃআকলিমা বেগম ইউপি সদস্য ৭,৮,৯ নং ওয়ার্ড কাউন্সিলর তিনি বলেন আমার বোনের জমির মাটি কেটে নিয়ে গেছে আজ অব্দি টাকা দেয় নাই এই এই ভূমিদস্যুর বিচার চাই করতে হবে প্রশাসনের।এই মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার স্থানীয় বাসিন্দারা।