নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর গ্রামের গত ৩১/০৯/২০২৫ইং তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর স্ট্যাটাস দিয়ে মোহাম্মদ নাঈম ইসলাম এর বিরুদ্ধে মানহানি ঘটানোর অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ নাঈম ইসলাম । পাশাপাশি বিষয়টি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়।
ভুক্তভোগী মোহাম্মদ নাঈম ইসলাম জানান, গত ৩০/০৯/২০২৫ইং তারিখ-এ কয়েকটি ফেসবুক আইডি থেকে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়। এতে তাঁর সামাজিক মর্যাদা, পারিবারিক জীবন এবং পেশাগত অবস্থান হুমকির মুখে পড়ে।
তিনি বলেন, "ইচ্ছাকৃতভাবে আমার সম্মান ক্ষুণ্ণ করার জন্য এ ধরনের পোস্ট দেয়া হয়েছে। আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।"
এরপর সোনারগাঁ থানা-তে একটি সাধারণ ডায়েরি তারিখ:০১/১০/২০২৫ইং দায়ের করেন তিনি। একইসঙ্গে তার নিজ এলাকায় স্থানীয় একটি বিএনপির অফিসে -এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শ করছেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ বলেন, "জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।"
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার এবং মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ দিন দিন বাড়ছে। ফলে এ নিয়ে সচেতনতা এবং আইনি পদক্ষেপের দাবি তুলেছেন সচেতন নাগরিকরা।