বিশেষ প্রতিনিধি :মোঃ ফারুক দেওয়ান।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত মুন্সিগঞ্জ সদর বেশ কটি দুর্গাপূজা মন্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর সাবেক যুবদল সভাপতি সুলতান আহমেদ। উপস্থিতি ছিলেন বিএনপি’র অন্যতম নেতা শামসুল সরকার। চরকেওয়ার ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর ফকির। আধারা ইউনিয়ন মাটি ও মানুষের জনপ্রিয় নেতা মুন্সিগঞ্জ বিএনপি’র অন্যতম সদস্য জনাব মোঃ আইয়ুব খান।
দুর্গাপূজা মন্ডপ পরিদর্শণ শেষে উপস্থিতদের উদ্দেশ্য করে কামরুজ্জামান রতন বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত হলো আমাদের বাংলাদেশ। এখানে আমরা মুসলিম, হিন্দু ও অন্যান্য ধর্মের লোকেরা মিলেমিশে ও কাধে কাধ মিলিয়ে বাস করি। সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হোক সকলের প্রাণে। সকলে মিলে উৎসবমুখর পরিবেশে শারদীয় উৎসব পালন করুন, আমরা সর্বাত্মকভাবে আপনাদের পাশে আছি এবং থাকবো।এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমানে আমি মুন্সীগঞ্জ ওগজারিয়া ৩ আসনের এমপি প্রার্থী হতে যাচ্ছি। আপনাদের সেবা ও উন্নয়ণ করার জন্যই এগিয়ে যাচ্ছি। উন্নয়নের স্বার্থে সকলে আমার পাশে থাকবেন। নির্বাচিত হলে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করার পাশাপাশি জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ও জনকল্যাণকর উন্নয়ণমূলক কাজ করে অত্র আসনের সকল গ্রাম, পাড়া ও মহল্লাকে ঢেলে সাজাতে চাই। আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।