স্থানীয় প্রতিনিধি
সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়নের পঞ্চমী ঘাট ও নয়াপুর পূজা মন্ডপ সহ মহান দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সোনারগাঁ থেকে ৩ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃরেজাউল করিম। তিনি সোনারগাঁয়ের বিভিন্ন পূজা মন্ডপে উপস্থিত হয়ে পূজার সার্বিক ব্যবস্থা, নিরাপত্তা এবং ভক্তদের জন্য সুবিধাসমূহ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি আয়োজকদের সাথে মতবিনিময় করেন এবং পূজাকে ঘিরে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। অধ্যাপক মোঃরেজাউল করিম বলেন, “দুর্গাপূজা আমাদের সমাজে মিলন ও ভ্রাতৃত্বের উৎসব। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার দৃষ্টান্ত স্থাপিত হয়।”
এ সময় স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সাথে ছিলেন। পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ অধ্যাপকমোঃ রেজাউল করিমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ধন্যবাদ জানান এবং তার উপস্থিতিকে সমাজে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।