সোনারগাঁও (নিজস্ব প্রতিনিধি):
সোনারগাঁও উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উপজেলার বিভিন্ন এলাকায় মোট ২২টির ও বেশি পূজামণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। প্রতিটি মণ্ডপে চলছে আলো-সজ্জা, প্রতিমা সাজানো ও ভক্তদের ভিড়।
আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী কয়েকদিন মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী পর্যন্ত পূজা চলবে। পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা ও ভক্তদের জন্য প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভাটারা থানা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসারের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। সোনারগাঁও উপজেলার নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, “পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা নিয়ে ভক্তদের কোনো উদ্বেগ নেই।”
এদিকে পূজাকে ঘিরে ভক্ত-দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পরিবার-পরিজন নিয়ে মানুষ ভিড় জমাচ্ছে পূজামণ্ডপগুলোতে। ২৮/০৯/২০২৫ইং তারিখ রবিবার নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ ১ এর উদ্বোধন কর্মকর্তা গন পঞ্চমী ঘাট পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং বিদ্যুৎ যাতে বিঘ্ন না ঘটে সে বিষয়ে তাদেরকে আশ্বাস দেন।
আগামী বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভাটারা থানায় শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটবে।