বিশেষ প্রতিনিধি : মোঃ ফারুক দেওয়ান।
আজ ০২ ফেব্রুয়ারি ২০২৫ইং জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করার লক্ষে কর্মশালা-২০২৫ নেপথ্য রাজধানী কদমতলী থানা জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত শ্যামপুর টিএনটি বালুর মাঠে আজ বিকেল দুইটা এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জননেতা রফিকুল আলম মজনু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় দল বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন থানা মহানগর স্থানীয় নেতৃবৃন্দ।
সকাল থেকেই কদমতলী থানা শ্যামপুর থানা যাত্রাবাড়ী থানা ডেমরা থানার বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে আগত জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহযোগী সংগঠন সকল নেতাকর্মীদের অত্যন্ত উৎসবমুখর রংবেরঙের প্লাকার্ড,ফেস্টুন ব্যান্ড পার্টি বাদ্যযন্ত্র বাজিয়ে সমাবেশ স্থলে মিছিল নিয়ে উপস্থিত হতে থাকেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন স্বৈরাচার-ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বহু জেল-জুলুম কারা নির্যাতনের শিকার এক সময় সাবেক মাতুয়াল ইউনিয়নসহ সাবেক বৃহত্তর ডেমরা থানা ছাত্রদলের দাঁপিয়ে বেড়ানো সংগ্রামী ছাত্র নেতা জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৪/৫ আসনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ ও জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের অত্যন্ত আস্থাভাজন ও স্নেহভাজন যুবনেতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৫ নম্বর ওয়ার্ডের জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী আহবায়ক জনাব শাহ আলমের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানের স্থলে উপস্থিত হন। উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানার জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও যাত্রাবাড়ী থানার জাতীয়তাবাদী যুবদলের সভাপতি পদপ্রার্থী স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথ নেতা কর্মীদের উৎসাহ ও বহু জেল-জুলুম অত্যাচার সহ্য করেও এখনো রাজপথের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন যুবনেতা জনাব সাদরুল আলম শেখর সহ বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতা কর্মী মিছিল অংশগ্রহণ করেন।