বিশেষ প্রতিনিধি: মোঃ ইব্রাহিম
সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৯০০ শত অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তিতাস কতৃপক্ষ।
২ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত হাতুড়াপাড়া ও নয়াপুর মাঠ সংলগ্ন ৪ টি স্পটে ৩ কিলোমিটার এলাকায় ৭০০ টি বাড়ির ৯০০ শত চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, ফজলে ওয়াহিদ,
২” ডায়া বিশিষ্ট ০১ টি এবং ১.৫” ডায়া বিশিষ্ট ০২ টি এবং ১” ডায়া বিশিষ্ট ০১ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
উচ্ছেদকৃত পাইপঃ ২” ডায়া বিশিষ্ট ২০ ফিট এমএস, ১.৫” ডায়া বিশিষ্ট ৪০ ফিট প্লাস্টিক পাইপ এবং ১” ডায়া বিশিষ্ট ৩০ ফিট এমএস পাইপ (প্রায়)।
এছাড়াও নয়াপুর বাজার সংলগ্ন ০৩ টি অবৈধ মিষ্টি তৈরীর ফ্যাক্টরির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ মোট ৩০,০০০/- জরিমানা করা হয়।
উল্লেখ্য অবৈধ বিতরণ লাইনের সোর্স কিলিং এর মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে।
প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং/ ক্যাপিং করা হয়।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং অভিযান পরিচালনা অব্যাহত থাকবে অনেক এলাকার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।