
বিশেষ প্রতিবেদক
কলতাপাড়া যুব সমাজের আয়োজনে এলাকাজুড়ে উৎসবের আমেজ
কলতাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ডিগবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আজ রবিবার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কলাপাড়া গ্রামে শুভারম্ভ হলো প্রাণবন্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। সন্ধ্যা থেকেই মাঠে জমে ওঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ভিড়। সাউন্ড সিস্টেম ও দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে উৎসবের মতো পরিবেশ সৃষ্টি হয়।
উদ্বোধনী ম্যাচ: বস্তল স্পোর্টিং বনাম তিলাবো স্পোর্টিং
প্রথম ম্যাচে মুখোমুখি হয় বস্তল স্পোর্টিং ক্লাব এবং তিলাবো স্পোর্টিং ক্লাব। ম্যাচ শুরুর আগেই দুই দলের খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
দুই দলই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে, ফলে দর্শকরা উপভোগ করেন টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত। খেলায় শৃঙ্খলা বজায় রাখতে মাঠে উপস্থিত ছিলেন নির্ধারিত রেফারি ও লাইন্সম্যানরা।
উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটি ও বিশিষ্টজনেরা
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলতাপাড়া যুব সমাজের উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, যারা উদ্বোধনী বক্তব্যে তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও ছিলেন এলাকার সমাজসেবী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রাক্তন ফুটবলাররা, যারা পুরো প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে সদস্যবৃন্দ
টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করছেন কলতাপাড়া যুব সমাজের নিবেদিতপ্রাণ আয়োজক ও সাধারণ সদস্যবৃন্দ। খেলা পরিচালনা, নিরাপত্তা, মাঠ ব্যবস্থাপনা থেকে শুরু করে দলসমূহকে সহায়তা—সবই তারা সুসমন্বিতভাবে করে আসছেন।
খেলোয়াড়দের জন্য পৃথক বিশ্রামকক্ষ, পানীয় জল, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা এবং দর্শকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে একাধিক দল
এ বছরের ডিগবার ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন এলাকার বেশ কয়েকটি দল অংশ নিচ্ছে, যাদের মধ্যে রয়েছে—
বস্তল স্পোর্টিং ক্লাব
তিলাবো স্পোর্টিং ক্লাব
কলতাপাড়া যুব ফুটবল দল
ডিগবার ইউনাইটেড
সোনারগাঁও ব্রাদার্স
আমগাঁও স্পোর্টিং
এছাড়া আরও স্থানীয় দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আয়োজকরা জানিয়েছেন। আগামী কয়েকদিন ধরে নকআউট ফরম্যাটে খেলা অনুষ্ঠিত হবে।
যুব সমাজের মূল লক্ষ্য
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,
> “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখার একটি শক্তিশালী মাধ্যম। এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসবে বলেই আমাদের বিশ্বাস।”
শেষ কথা
উদ্বোধনী দিনের ম্যাচ ও আয়োজনে এলাকাবাসীর উপস্থিতি প্রমাণ করেছে—ফুটবল এখনও গ্রামের মানুষের প্রাণের খেলা। পুরো টুর্নামেন্ট জুড়ে খেলাধুলা ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকেরা।