
বিশেষ প্রতিনিধি মোঃ ইব্রাহিম
সোনারগাঁ, নারায়ণগঞ্জ | ১৩ অক্টোবর ২০২৫
সাদীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রাথমিক যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই প্রক্রিয়া শেষে মোট ১৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে ও ১ জন প্রার্থীতা বাতিল করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধ্যমে ও প্রিজাইডিং অফিসার মোঃ দেলোয়ার হোসেন। নির্বাচন পরিচালনা কমিটি সাদীপুর উচ্চ বিদ্যালয় ২০২৫।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহজালাল ও রিটার্নিং অফিসার মোঃ দেলোয়ার হোসেন জানান, “মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে যাদের কাগজপত্র সঠিক পাওয়া গেছে, তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। পরবর্তী ধাপে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।”
এদিকে বাতিল হওয়া ১টি মনোনয়নপত্রের বিষয়ে আপত্তি দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় অভিভাবক মহল নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।