
বিশেষ প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ অক্টোবর বিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের শেষ তারিখ ১২ অক্টোবর, যাচাই-বাছাই ১৩ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
এই নির্বাচনে শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি ও দাতা সদস্যসহ মোট কয়েকটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ বছর বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ৬৩৪ জন।
সাদিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল আজিজ বলেন, “সরকারি নিয়মনীতি মেনে নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী যে কোনো অভিভাবক প্রার্থী হতে পারবেন— এতে কোনো বাধা নেই।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজালাল জানান, “উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন। তার নির্দেশনা অনুযায়ী মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে আমরা নিরলসভাবে কাজ করছি। অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করছি।