বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জ সদর শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন কামরুজ্জামান রতন। দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে অধ্যাপক মোঃ রেজাউল করিম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনন্দ-উৎসব সোনারগাঁও উপজেলায়।। মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের মাদকের রমরমা ব্যবসা!প্রশাসন নীরব। শামীম আহমেদ উপ-পরিচালকের দায়িত্বে আসার পর থেকে গ্রাহক সেবার মান বৃদ্ধি পেয়েছে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত, থানায় মামলা দায়ের। করিমগঞ্জে হত্যা না করে মামলার আসামী এমনই দাবী পরিবার বর্গের। জাজিরায় জোরপূর্বক জমি দখল করে মাদ্রাসা নির্মাণের অভিযোগ। ডেমরা থানা বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করেছেন জয়নাল আবেদিন রতন চেয়ারম্যান। ডাকসু’র ভুয়া প্রার্থীতা দাবি করা কে এই চাঁদাবাজি রাইয়ান।

ইসলাম ও মুসলিম সত্তা বিনষ্ট করার অপচেষ্টা করছিল আ. লীগ: মমিনুল হক।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিনিধি

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য মো. মমিনুল হক বলেছেন, বাংলাদেশের ইসলাম ও মুসলিম সত্ত্বা বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল অবৈধ আ. লীগ সরকার। দলটি রাতের ভোটে সরকার গঠন করে জামায়াতে ইসলামীকে মানবতা বিরোধী আখ্যা দিয়ে ইসলামী দলগুলোকে নিশ্চিহ্ন করতে অপচেষ্টা চালিয়ে ছিল।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সোনারগাঁও উপজেলা জামপুরের নুর হাজী মার্কেট জামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলার আমির ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য মো. মমিনুল হক সরকার প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলছেন।
এ সময় প্রধান বক্তা হিসেবে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, অবৈধ আ. লীগ সরকার জামায়াতে ইসলামের আলী আহসান, মীর কাশেম আলী, কামরুজ্জামানসহ অনেক জামায়াত নেতাকে মানবতা বিরোধীর মিথ্যা মামলা দিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

এতে, জামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানা জামায়াত নেতা মো. ইব্রাহিম হাসান, সোনারগাঁও উত্তর সেক্রেটারি গিয়াস উদ্দিন ফরায়েজি, দক্ষিণের সেক্রেটারি মো. আসাদুল ইসলাম, বিশেষ মেহমান জেলা বায়তুলমাল সম্পাদক দেওয়ান মো. খোরশেদ, জামপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মফিজুল ইসলাম, থানা তরিকত সেক্রেটারি আবু বকর নোমান, জামপুর ইউনিয়ন সেক্রেটারি ইন্জিনিয়ার শাহাদাত হোসাইন, তরিকত বিভাগের মাহবুবুর রহমান। তাছাড়াও জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102